fbpx
প্রধানমন্ত্রী

বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিন: প্রধানমন্ত্রী

ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নসহ ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা।

যার মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ৫ হাজার ২১৪ কোটি ৩৪ লাখ টাকা,বৈদেশিক ঋণ সহতায় থেকে ১৪০ কোটি ৪৪ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ব্যয় করা হবে ১০৫ কোটি টাকা। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এছাড়া চলতি বছরের আগস্ট মাসে দেশে বন্যার আশঙ্কার কথা জানিয়ে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা গুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button