fbpx
প্রধানমন্ত্রী

দেশকে মর্যাদার অবস্থানে উন্নীত করেছে আওয়ামী লীগ : সংসদে প্রধানমন্ত্রী

সকল প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছে আওয়ামী লীগ,  জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাওয়াই সরকারের একমাত্র লক্ষ্য- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে, পয়েন্ট অব ওডারে দাঁড়িয়ে এসব কথা বলেন সংসদ নেতা। এসময় আওয়ামী লীগ ছাড়া এ দেশের কল্যাণে অন্য কোন সরকার কাজ করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন তারা জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিলো।

আজকে ট্রানজিট নিয়ে যারা প্রশ্ন তুলছে তারাই একসময় দেশের স্বার্থহীন চুক্তি করেছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের জীবনমান উন্নয়ন অগ্রাধিকার দিয়েছে।

সুদূরপ্রসারী বাস্তবমুখী পরিকল্পনার ফলে দেশের প্রতিটি খাত সমৃদ্ধির সাথে এগিয়ে যাচ্ছে এবং সামগ্রিক উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button