প্রধানমন্ত্রী
চীন সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কাল

সাম্প্রতিক চীন সফরের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে বেইজিংয়ে সরকারি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮ থেকে ১০ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এছাড়া এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সহযোগিতার নথিতে সই হয়। সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা টিভি / বুলবুল