fbpx
প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পর্যায়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পর্যায়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা জানান। এসময় লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে মুখোমুখি হয় স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ। মাঠে উপস্থিত হয়ে ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং ৩০ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে ২০ লক্ষ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এরপর, সেখানে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সরকারপ্রধান। সমাপনী বক্তৃতার শুরুতেই খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস,দেশাত্ববোধ,কর্তব্যবোধ তৈরিতে সহায়তা করে খেলাধুলা। প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাবে বাংলাদেশ।

এসময় খেলাধুলার উন্নয়নে সরকারের অবদানের কথা তুলে ধরে, আগামীতেও এ ধারা অব্যাহত রাখার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব দরবারে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button