কোটা আন্দোলনকারীরা আদালত মানে না, সংবিধান বোঝে না : প্রধানমন্ত্রী

কোটাবিরোধী আন্দোলনকারীরা আইন-আদালত মানে না, দেশের সংবিধান বোঝে না- মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের বিচারাধীন বিষয়ে সরকারের কিছু করার নেই। রোববার গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে, এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে চীন। এসময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে।
সাম্প্রতিক চীন সফরে বিষয়ে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই লিখিত বক্তব্য বিস্তারিত তুলে ধরেন সরকারপ্রধান। তিনি জানান, বাংলাদেশ ও চীনের সহযোগিতা সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। পরে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশকে ২ বিলিয়িন ডলারের ঋণ সহযোগিতা দেবে চীন।
প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশের কাছে ঋণ নেয়ার আগে ফেরত দেয়ার হিসেব কষেই পদক্ষেপ নেয় তাঁর সরকার। এসময় চলমান কোটা আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আদালতের বিচারাধীন বিষয়ে সরকার কিছু করতে পারে না। যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে দেশের সংবিধান ভালো করে পড়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোটা বিরোধীতার নামে মুক্তিযোদ্ধাদের অবমাননা করার, তীব্র ক্ষোভও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি নির্মূলে সাম্প্রতিক তৎপরতার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়েছে। অপকর্ম করে কেউ ছাড় পাবে না।
এসময়, আমেরিকায় নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি বর্ষণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এতো শক্তিশালী দেশেও তারা ঠিকমতো নিরাপত্তা দিতে পারে না, আবার অন্যদের ওপর খবরদারি করতে যায়।
বাংলা টিভি / বুলবুল