‘নিজেদের রাজাকার বলতে যাদের লজ্জা হয় না, তারা কোন চেতনায় বিশ্বাসী’

মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য; লাখো শহীদ রক্ত দিয়ে গেছেন, লাখো মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের এই অবদান ভুললে চলবে না- উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না,তারা কোন চেতনায় বিশ্বাস করে সেটিই প্রশ্ন। সোমবার নিজ কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন। সরকারি কাজে দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও সুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের গুরুতেই ১০টি মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন,৭৫’এর পরবর্তী সময়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র হয়। আজকে যারা নিজেদেরকে রাজাকার দাবী করে,তাদের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য উন্নত-সমৃদ্ধ দেশ গড়া। যথাযথ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এজন্য প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে, উন্নয়নকাজ বাস্তবায়নকালে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বাঁধা অতিক্রম করে আত্মমর্যাদা ও বিবেক নিয়ে এগিয়ে চলতে, মন্ত্রনালয়ের কর্মকর্তাদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
বাংলা টিভি / বুলবুল