বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্টা রয়েছে। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান এসব কথা বলেন। এছাড়া মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে সরকার ফেলোশিপসহ নানা ব্যবস্থা রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সরকারি-বেসরকারি শিক্ষক,বিসিএস-নন বিসিএস কর্মকর্তা, গবেষক এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই ২০১৮ সালে প্রধানমন্ত্রী ফেলোশিপ চালু করেছিলেন শেখ হাসিনা। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫ এর নির্বাচিত ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই নির্বাচিত মেধাবিদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন,১৯৯৬ সালে ক্ষমতায় এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তী সময়ে তা বন্ধ করে দেয়া হয়েছিলো। তবে তাঁর সরকার সব সময় মেধাবীদের উন্নয়নে কাজ করছে।
ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে, তার জন্য ট্রাস্ট ফান্ড গঠন করে আইন প্রণয়নের কথাও জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, সমাজের সকল স্তরের মানুষ যাতে সমান ভাবে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করছেন তিনি। দৃঢ় কণ্ঠে আবারও জানান,বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তার কাছে সবার আগে বিবেচ্য বিষয়। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,প্রতিবন্ধী,অটিস্টিক সবার প্রতি তাঁর সরকার যথেষ্ট সহানুভূতিশীল বলে জানান তিনি।
বাংলা টিভি / বুলবুল