fbpx
বাংলাদেশঅন্যান্য

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের গেট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি গেটের সবকটি খুলে দেওয়া হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকেএই গেটগুলো খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর ফলে কর্ণফুলী নদীতে পানি বাড়লেও কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

বরংপানি না ছাড়লে বাঘাইছড়ি উপজেলা এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যেতো বলে তারা জানান।

আপাতত ১৬টি গেট ইঞ্চি করে খুলে পানি ছাড়া হয়েছে। এতে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হওয়ার কথা রয়েছে।

তবে বৃষ্টিপাত, হ্রদের পানির প্রবাহ ও পানির স্তর বাড়তে থাকলে গেট দিয়ে পানি বের করার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে।

এর আগে শনিবার রাত ১০টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার কথা থাকলেও পানি তখনো বিপদসীমা স্পর্শ না করায় তা খোলা হয়নি।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button