fbpx
বাংলাদেশখেলাধুলাফুটবল

নেপালকে হারিয়ে প্রথমবার সাফ অনূর্ধ্ব–২০ শিরোপা জিতলো বাংলাদেশ

ফাইনাল ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুললো বাংলাদেশ।

বুধবার কাঠমান্ডুর কাছেই অবস্থিত ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত চূড়ান্ত ম্যাচে নেপালকে ০৪-০১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

সাফের বয়সভিত্তিক অন্যসব প্রতিযোগিতায় শিরোপা জেতা হলেও এতদিন অনূর্ধ্ব-২০ এর ট্রফি অধরাই ছিলো বাংলাদেশের।

শিরোপা নির্ধারণের ম্যাচে বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন মিরাজুল ইসলাম। এছাড়া রাব্বি হোসেন এবং পিয়াস আহমেদ একটি করে গোলে বাংলাদেশকে বিজয়ী করেন।

এর আগে, ২০২২ সালে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিলো বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button