দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৬ জন।
আগের দিন বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এইডিস মশাবাহিত রোগটিতে একজনের মারা যাওয়ার খবর দিলেও সবশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ১০৩ জন ভর্তি হয়েছেন।
এর বাইরে ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪১ জনে, যাদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ১ হাজার ৭৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১ হাজার ১২৬ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৬১৯।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।