fbpx
বাংলাদেশঅপরাধআইন-বিচার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদাচ্ছির গ্রেফতার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মোদাচ্ছির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।

তিনি বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেফতার করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button