আবহাওয়া
নিম্নচাপের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, সড়কে যানজটে ভোগান্তি
নিম্নচাপের প্রভাবে দিনভরই বৃষ্টিতে ভিজছে রাজধানী। ঢাকার চাকা পড়েছে ভোগান্তিতে। বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয় অফিসগামী মানুষদের। গন্তব্যে পৌঁছাছে অনেকে রিক্সা-সিএনজিতে বাড়তি ভাড়া গুনতে হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর।
গত দুইদিন ধরে রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের প্রভাবে। রোববার সকাল থেকেই ঢাকায় দিনভর থেমে কমবেশি বৃষ্টি হয়েছে।
বৈরী আবহাওয়ায় টানা বৃষ্টির কারণে নগরীর জনজীবনে বেড়েছে ভোগান্তি। কর্মস্থলে আসা-যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। এছাড়া বৃষ্টির কারণে গণপরিবহন পেতে বিড়াম্বনা হওয়ায়, রিক্সা-সিএনজিতে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয় অনেককে।
আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, তবে সোমবার থেকে তা কমে যাবে।
বাংলা টিভি / বুলবুল