হত্যা মামলায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে কড়া পুলিশি পাহারায় তিনজনকে সিএমএম আদালতে তোলা হয়।
পুলিশ আদালতের কাছে তিনজনকে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনজনকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুকে রমনা থানার হত্যা মামলায় ও শ্যামল দত্তকে ভাষাণটেক থানার হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
একইদিন ময়মনসিংহের ধোবাউড়া এলাকা থেকে আটক করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। পরে তাদের পৃথক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
আদালতে যা বললেন শ্যামল, মোজাম্মেল ও শাহরিয়ার কবির
আদালতে উপস্থিতদের মাধ্যমে জানা যায়, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত দাবি করেন, আমি কখনো সরকারি সুবিধা নিইনি এবং কোনো চাটুকারিতা করিনি।
অপরদিকে, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, জয় বাংলা, জয় হিন্দ— সম্পর্কে আমার বক্তব্য ম্যানুপুলেট করা হয়েছে।