fbpx
খেলাধুলাক্রিকেট

খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে নিরাপত্তা দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা

ক্রিকেটার সাকিব আল হাসানকে একজন খেলোয়াড় হিসেবে যতটুকু নিরাপত্তা দেয়ার দায়িত্ব সেটা অবশ্যই দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

সজীব ভুঁইয়া বলেন, “রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য। সেটা আমরা অবশ্যই করবো। সাকিব আল হাসানের পরিচয় দুইটা। একটা খেলোয়াড় হিসেবে একটা পরিচয়। আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। মানুষের মধ্যে এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে”।

“খেলোয়াড় হিসেবে একজন খেলোয়ারকে আমাদের যতটুকু নিরাপত্তা দেয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা তিনি দেশে আসলে দিবো। তার নামে যে হত্যা মামলাটা হয়েছে সেটার বিষয়ে আইন মন্ত্রণালয় বলেছে, সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবে নামটা বাদ দেয়া হবে” বলেন সজীব ভুঁইয়া।

তবে তার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের ক্ষোভের জায়গা দূর করা উচিত বলে মনে করেন সজীব ভুঁইয়া।

তিনি বলেন, “কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে যদি মানুষের ক্ষোভ থাকে, জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। আমার মনে হয় ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজনে রাজনৈতিক জায়গা থেকে”।

“ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না” বলেন ক্রীড়া উপদেষ্টা।

শেখ হাসিনার সরকার পতনের পর ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। একইসাথে দেশে ফিরলে নিরাপত্তাও চান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যক্তিগতভাবে তার নিরাপত্তা দিতে অপরাগতা প্রকাশ করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button