fbpx
অর্থনীতিবাংলাদেশ

৩০০ কোটি ডলারের নতুন ঋণ প্রস্তাবে ইতিবাচক সম্মতি আইএমএফের

৩০০ কোটি ডলারের নতুন ঋণ প্রস্তাবে ইতিবাচক সম্মতি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে সাক্ষাত করে ঋণদাতা এই সংস্থার প্রতিনিধিদল। বৈঠক শেষে বের হয়ে যাবার সময় উপদেষ্টা ইতিবাচক এই মনোভাবের কথা জানান।

আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ কার্যক্রম চলমান রয়েছে। সাত কিস্তিতে বাংলাদেশের জন্য এই অর্থ ছাড় করার কথা। এরইমধ্যে তিন কিস্তির অর্থ ছাড় করেছে এই সংস্থা।

পরিবর্তিত এই সময়ে সংস্কারের উদ্যোগ এগিয়ে নিতে আরও ৩০০ কোটি ডলারের ঋণ চাহিদা দেয় সরকার। সেই ঋণ দেবার পেক্ষাপট যাচাই করতেই ঢাকায় আসে আইএমএফের প্রতিনিধি দল।

সংশ্লিষ্ট খবর

Back to top button