fbpx
বাংলাদেশরাজনীতিসরকার

সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরির সময় দেয়া হবে: ফখরুল

যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা যাবে, সে সময় পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া হবে- বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব বলেন, বহু মানুষের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে। সাময়িক বিজয় হয়েছে, যা ধরে রাখতে হলে সুসংহত থাকতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, হাওয়ায় গা ভাসানো যাবে না। দুর্নীতিমুক্ত ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button