fbpx
বাংলাদেশআইন-বিচারসরকার

‘দুর্গা পূজায় প্রতিটি জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে’

দুর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী প্রতিটি জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে- বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময় সেনাপ্রধান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button