পৃথক পৃথক হত্যা মামলায় আবারো রিমান্ডে পাঠানো হয়েছে শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের।
যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে দীপু মনি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলকের।
এছাড়া যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় দীপু মনির সাতদিন এবং জুনায়েদ আহমেদ পলক এবং সালমান এফ রহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
একই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাত দিন এবং ডিবির সাবেক উপ কমিশনার মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এছাড়া নিউ মার্কেট থানার এক বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত।