fbpx
খেলাধুলাক্রিকেট

টি-টোয়েন্টিকে বিদায় মাহমুদউল্লাহ রিয়াদের

আগের দিনই খবরটা ছড়িয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল, আরো বাকি ছিল মাহমুদউল্লাহর মুখ থেকে শোনার। টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন ২০২১ সালের জুলাইয়ে। যা নিয়ে আলোড়ন কম হয়নি বাংলাদেশের ক্রিকেটে। টি-টোয়েন্টিতে অবশ্য সেসব হয়নি। ভারতের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ম্যাচ খেলেই ২০ ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন এই ব্যাটিং অলরাউন্ডার।

১৭ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের মালিক রিয়াদ থামবেন প্রায় ৩৯ ছুঁইছুঁই বয়সে। ৩৮ পেরিয়ে জাহাঙ্গীর শাহ ১৯৯০ এর দিকে খেলেছিলেন তিন ওয়ানডে। মাহমুদউল্লাহ অবশ্য ৩৮ পেরিয়ে এখন পর্যন্ত খেলেছেন ২১ ম্যাচ।

ভারতের সাথে প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার পার করেছেন ১৭ বছর। তিনি ছাড়া ১৭ বছরের বেশি ক্যারিয়ার আছে শুধু সাকিব আল হাসান (১৭ বছর ২০৯ দিন) আর শন উইলিয়ামসের (১৭ বছর ১৬৬ দিন)।

২০০৭ সালের নাইরোবিতে কেনিয়ার সাথে টি-টোয়েন্টির শুরু। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮। ব্যাটে ছিল ৮ অর্ধশতক।

লম্বা সময় ছিলেন এই ফরম্যাটের অধিনায়কও। ২০১৮ থেকে ২০২২ সালে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। ছিলেন ২০২১ বিশ্বকাপের অধিনায়কও। নামের সাথে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টি।

অসংখ্য ইতিহাসের সাক্ষ্য অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী হয়ে গেলো বিদায়েরও। দেশের ক্রিকেটের অন্যতম বড় নামের নিরুত্তাপ বিদায়ের।

সংশ্লিষ্ট খবর

Back to top button