fbpx
রাজনীতিআওয়ামী লীগশোক সংবাদ

আওয়ামী লীগের প্রবীণ নেতা মতিয়া চৌধুরী মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিক। তিনদিন আগে হাসপাতাল থেকে তাকে বাসায় নেয়া হয়েছিলো। আজ বুধবার সকাল আটটার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেয়া হয়।

এরপর বেলা বারটা থেকে একটার মধ্যে তিনি মারা যান বলে তার একজন সহকারী জানিয়েছেন।

বাম ধারার রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করা মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ত্রিশে জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শেরপুর-২ আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সর্বশেষ সংসদের উপনেতা ছিলেন।

ঢাকার ইডেন কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়া মতিয়া চৌধুরী ষাটের দশকের মাঝামাঝি ছাত্র ইউনিয়নের সভাপতি হয়েছিলেন।

উনসত্তরের গণঅভ্যুত্থানে ভূমিকার জন্য তিনি রাজনৈতিক অঙ্গনে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত হয়ে ওঠেছিলেন।

স্বাধীনতার পর ১৯৭৯ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।

পাকিস্তান বিরোধী সংগ্রাম কালে ও পরে স্বাধীন বাংলাদেশে সামরিক শাসনামলে অনেকবার গ্রেফতার হয়েছিলেন পরে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসভায় তিনি কয়েকবার কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button