
রাজধানীর ফার্মগেটের একটি বণিজ্যিক ভবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, আজ সকাল ৯টা ২০ মিনিটে ফার্মগেটের মানসিক প্লাজায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়।
সূত্র আরও জানায়, মানসিক প্লাজার একটি বইয়ের দোকানে রাখা পরিত্যক্ত কাগজে আগুন লাগে। তবে তাৎক্ষণিক হতাহতের বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



