fbpx
অন্তর্বর্তী সরকারআইন-বিচারআওয়ামী লীগরাজনীতি

হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও বাংলাদেশের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না। বুধবার (০১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তিনি এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক একসঙ্গে চলতে থাকবে। এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না বলে আমি মনে করি।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, রোহিঙ্গাদের স্বদেশভূমিতে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ দরকার। এটা করা না গেলে তারা ফিরতে চাইবে না। নতুন বছরে  যেসব কূটনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলার চেষ্টা করা হবে।

এ সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা নিয়ে প্রশ্ন করলে এর কোনো জবাব দিতে চান নি পররাষ্ট্র উপদেষ্টা।

সংশ্লিষ্ট খবর

Back to top button