fbpx
অন্তর্বর্তী সরকারবাংলাদেশসরকার

‘দলগুলোর সাথে কথা বলে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করা হবে’

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “জলাই গণঅভ্যুত্থানের ঘোষণা পত্র তৈরিতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ঘোষণা পত্র তৈরিতে সরকার গুরুত্ব দিয়েছে”।

তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে আলোচনা হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তারিখ ঠিক হয়নি বলে জানান প্রেস সচিব।

এর আগে গত ২৭শে ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার কথা জানিয়েছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরে সরকারের আশ্বাসে ঘোষণাপত্র কর্মসূচি স্থগিত করে তারা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করে।

সেখান থেকে আগামী ১৫ই জানুয়ারির মধ্যে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দিতে সরকারকে সময় বেঁধে দিয়েছিল আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্ররা।

রোববারের সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

প্রেস সচিব মি. আলম বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনো ভারত দেয়নি।’

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে”।

সংশ্লিষ্ট খবর

Back to top button