fbpx
দেশবাংলাবাংলাদেশসরকার

দুই সিএনজি স্টেশনে অভিযান: জরিমানা আদায় ও মালামাল জব্দ

ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে লাইসেন্সবিহীনভাবে সিএনজি ফিলিং করে ট্রান্সপোর্ট করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং বিস্ফোরক অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে আজ (মঙ্গলবার) এ অভিযান পরিচালনা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ০৪টি চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যাদুঘর সংলগ্ন ইছাপাড়ায় দুই ভাট্টি বিশিষ্ট ১টি চুন কারখানায় বৈধ আবাসিক সংযোগ হতে অবৈধ বাণিজ্যিক শ্রেণীতে গ্যাস ব্যবহার করায় বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় আবাসিক সার্ভিস লাইন কিল করে ক্যাপ করা হয়েছে। ’

চিবককজ

‘অভিযানকালে ৩০০ ফিট এমএস ও ৬০০ ফিট পিভিসি পাইপ এবং ০১টি ব্লোয়ারসহ মোট ৬টি বার্ণার জব্দ করা হয়েছে। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ক্যাপিং করা হয়েছে। ০৪টি কারখানার মধ্যে ০৩টি চুনকারখানার ভাট্টি এক্সেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুন কারখানার আগুন নিয়ন্ত্রণ করা হয়।’

‘জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ-কে অবহিত রেখে সার্বিক অভিযান পরিচালনা করা হয়েছে। বর্ণিত ৪টি স্পটের ৩টি স্পটে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড আরোপ করা যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি স্পটে একজনকে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।’

‘এছাড়া মোগরাপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া সিএনজি গ্যাস ট্রান্সপোর্ট করে দূরবর্তী পরিবহনের জন্য সিলিন্ডারে ভর্তিকরণের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মধুমতি সিএনজি কমপ্লেক্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ’

এদিকে, মেঢাবিবি-২, জিঞ্জিরা জোন এর আওতাধীন দোলেশ্বর, কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ডিজিএম, মেঢাবিবি-২, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড স্ট্রিবিউশন পিএলসি’সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে নামবিহীন ৩টি ওয়াশিং কারখানার অবৈধ লাইনসমূহ কিলিং করা হয়েছে।

বচকজ

মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় ০.১১৮৬ কি. মি. পাইপ লাইন অপসারণ করা হয়েছে। এছাড়াও এই কারখানাসমূহের ১৮টি ড্রায়ার বার্নার, ০৩টি বয়লার বার্নার ও ০১টি ভাট্টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এতে দৈনিক ভিত্তিতে ৫০,৮৮০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে যার মূল্যমান প্রায় ৪৩,২২৩ টাকা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। তাই তাৎক্ষণিক কোনো দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, জিঞ্জিরাকে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিস্ফোরক পরিদপ্তরের অনুমতি/লাইসেন্স ব্যতীত অবৈধ ও বিপজ্জনকভাবে সিএনিজি স্টেশন নির্মাণ, কাভার্ড ভ্যানে গুচ্ছ সিলিন্ডার পরিবহন ও গ্যাস বিক্রির অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেরানীগঞ্জের ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও আরটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠান দুইটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button