fbpx
বাংলাদেশসরকার

‘যখনই ঘটনা তখনই তথ্য’ ক্র্যাবের আহবানে চালু হচ্ছে ডিএমপির হটলাইন

‘যখনই ঘটনা তখনই তথ্য’ এই চিন্তাকে সামনে রেখে ডিএমপির মিডিয়া বিভাগে আলাদা একটি হট লাইন চালু করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, পুলিশ এবং ক্র্যাব পরস্পর সহযোগী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুলিশের তরফ থেকে যথাসময়ে তথ্য পাওয়া না গেলে ইনফরমেশন গ্যাপের সম্ভাবনা থাকে বলে উল্লেখ করেন ক্র্যাব সভাপতি।

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, ডিএমপি এবং ক্র্যাব সদস্যদের মধ্যে পার্টনারশিপ ভিত্তিতে ওরিয়েন্টেশনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। ‘যখনই ঘটনা তখনই তথ্য’ এই চিন্তা থেকে তথ্য পেতে কো-অপারেট করার জন্য ডিএমপি কমিশনারের প্রতি আহ্বান জানান ক্র্যাব সাধারণ সম্পাদক।

87029735 7a3f 4a18 baaa a95f64823c9a

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, খুব শিগগিরই সাংবাদিকদের ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন তথ্য দিতে হটলাইন চালু করা হবে। এসময়ে, রাজধানীর অসহনীয় যানজটের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, যে কোন বিষয়ে রাস্তা অবরোধ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কষ্ট হচ্ছে, তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে। মিরপুর থানার ওসিকে বদলি করার পর সেখানে কিছু লোক এসে থানার গেটে বিক্ষোভ করে। থানার গেট অবরোধ করে। এভাবে চলতে থাকলে প্রশাসন চালানো কষ্ট হবে বলে উল্লেখ করেন তিনি।

শীর্ষ সন্ত্রাসীদের কয়েকজন জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে আছেন। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী ইমন মালয়েশিয়ায় চলে গেছে বলে জানান ডিএমপি কমিশনার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাব সহ- সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া।

ডিএমপির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহ মো. আব্দুর রউফ; মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির প্রমূখ।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button