
শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্ব। এজন্য টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর ময়দান প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ময়দান।
৩১ জানুয়ারি ফজর নামাজ শেষে আমবয়ানে ইজতেমার মূল পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকেই আগত মুসল্লিদের উদ্দেশে থেমে থেমে বয়ান করা হচ্ছে। ময়দানজুড়ে সিসি ক্যামেরা, পর্যবেক্ষণ টাওয়ার, গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
এবারের ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন মোট ৪১টি জেলা থেকে আসা মুসল্লিরা।
বিভিন্ন সংস্থার উদ্যোগে মুসল্লিদের জন্য রাখা হয়েছে ফ্রি চিকিৎসা সেবা ব্যবস্থা। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনগুলো ইজতেমা চলাকালীন পরিচালনা করা হবে।