fbpx
খেলাধুলাফুটবল

নেইমার ফিরলেন সান্তোসে, রদ্রিগোর পোস্ট ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’

আল হিলালের সাথে সমঝোতার মধ্য দিয়ে চুক্তি বাতিল করে নেইমার ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। তাতে ব্রাজিলের বর্তমান কিংবা সাবেক ফুটবলাররা তাকে নিয়ে দিচ্ছে আবেগি বার্তা। তার মধ্যে সবচেয়ে নজর কেড়েছে রদ্রিগোর করা পোস্ট। যেখানে নেইমারের ব্রাজিলে ফেরাটাকে রদ্রিগো দেখছেন ইতিবাচক হিসেবেই।

নেইমারের মতো রদ্রিগোর বেড়ে উঠাও সান্তোসেই। দু’জনের উত্থানের পেছনে ক্লাবটার আছে বড় অবদানই। তাইতো ধুকতে থাকা সান্তোসে নেইমারের আবারও ফেরটা আবেগি করে তুলেছে রদ্রিগোকে। ইনস্টাগ্রামে নেইমারের সাথে ছোটোবেলার এক ছবি দিয়ে রদ্রিগো লিখেছেন,

“আমার আইডল! এখন শুধু আপনি আইডলই না বন্ধুও বটে। এই সময়ে আপনার প্রতি আমার শ্রদ্ধা, মুগ্ধতা আরও বেড়েছে। সব যুক্তি-তর্ক ছাপিয়ে ভালোবাসা কিংবা খুশিটাই সবার উপরে। আমি আপনাকে হয়তো এখন সাহায্য করতে পারছি না, তবে আমার শৈশবের হিরোকে নিয়ে আমি গর্বিত। পুরো দেশ এখন উদযাপন করতে পারো! রাজপুত্র ফিরে এসেছে।”

রদ্রিগোর এমন পোস্ট হয়তো ছুঁয়ে গেছে নেইমারকেও। কমেন্ট বক্সে দিয়েছেন রিপ্লেও,

ধন্যবাদ আমার উত্তরসূরি!! মনে রেখো আমাদের একসাথে কিন্তু একটা মিশন বাকি আছে।”

নেইমার সান্তোসের একাডেমি থেকে জায়গা করে নিয়েছিলেন মূল দলে। ক্লাবটার হয়ে সব মিলিয়ে খেলেছিলেন ২২৫ ম্যাচ। করেছিলেন ১৩৬ গোলের পাশাপাশি ৬৪ অ্যাসিস্ট। অন্যদিকে রদ্রিগো সান্তোসের জার্সিতে খেলেছিলেন ৮০ ম্যাচ, ১৭ গোলের পাশাপাশি তার নামের পাশে আছে আট অ্যাসিস্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button