
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত মো. সেলিম ভূঁইয়া হেঁসাখাল ইউপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
শনিবার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন কাকৈইতলায় একটি মতবিনিময় সভায় যাওয়ার পথে বাঙ্গড্ডা বাজারে মোবাশ্বের আলম ভূঁইয়ার কর্মীদের অতর্কিত হামলায় সেলিম ভূঁইয়া গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, দুই নেতার সমর্থকদের মারামারি ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।