
অবশেষে ফুটবল ফিরেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ জাতীয় নারী দলের অনুশীলন হয়েছে আজ সকালে। বিদ্রোহ করা ১৮ ফুটবলার ছাড়া বাকি ১৩ জনকে অনুশীলন করিয়েছেন কোচ পিটার বাটলার।
এবার সাফ জেতা দলের সদস্য আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, কোহাতি কিসকো, মুনকি, স্বপ্না রানীরা ছিলেন অনুশীলনে।
অস্ট্রেলিয়ার জয়ে বেশ কিছু ব্যতিক্রমী ব্যক্তিগত পারফরম্যান্স দেখা যায়, যার মধ্যে ছিল আলানা কিংয়ের ক্যারিয়ার সেরা ৯৮ রানে ৯ উইকেট। সাদারল্যান্ডের ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস, মুনির টেস্ট সেঞ্চুরি এবং অ্যাশ গার্ডনারের ৩৯ রানে ৪ উইকেট শিকার।
এছাড়াও ছিলেন সুরমা, আইরিন, আকলিমা, সুরভী আকন্দ প্রীতি, জয়নব বেগম, অর্পিতা, হালিমা এবং ইয়ারজান বেগম। আগামীকাল অনূর্ধ্ব-২০ দলের আরো কয়েকজন ফুটবলারের যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রায় ৪ বছর পর ফুটবলের কোনো কার্যক্রম ফিরল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জানা গেছে, শুধুমাত্র অনুশীলনের জন্য ফুটবল ফেডারেশনকে অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।