fbpx
খেলাধুলাক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার (১ ফেব্রুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে এবং দ্বিতীয়টি ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে নিগার সুলতানার দল।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১ বলে ২৪ রানের সূচনা পায় বাংলাদেশ। ওপেনারদের ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলে টাইগ্রেসরা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট পতনে রানের গতি কমে যাবার সাথে সাথে বড় সংগ্রহের সুযোগও শেষ হয়ে যায় বাংলাদেশের।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রানের মামুলি সংগ্রহ পায় টাইগ্রেসরা।

১০৫ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে ৯ বল বাকি রেখে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন সাবিকা গজনবি ও জাইদা জেমস।

সংশ্লিষ্ট খবর

Back to top button