fbpx
খেলাধুলাফুটবল

সিটির বিপক্ষে রুডিগারকে না পাওয়ার শঙ্কায় রিয়াল

এস্পানিওলের বিপক্ষে ম্যাচে পরাজয়ের হতাশার মাঝে রিয়াল মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা হয়েই এসেছিল আন্টোনিও রুডিগারের চোট। নড়বড়ে রক্ষণ নিয়ে এই মৌসুমে এমনিতেই কঠিন পার করা কার্লো আনচেলত্তির দলের জন্য অপেক্ষা করছে চ্যালেঞ্জিং সময়। কারণ, চোট জার্মান ডিফেন্ডারকে ছিটকে দিতে পারে অন্তত তিন সপ্তাহের জন্য। তাতে মিস করবেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।

রোববার রুডিগারের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেছে রিয়াল। যেখানে জানানো হয়েছে, রুডিগার ভুগছেন ডান পায়ের ‘বাইস্যাপ’ চোটে। মাঠে ফিরতে কত দিন লাগবে অভিজ্ঞ এই ডিফেন্ডারের, তা অবশ্য নিশ্চিত করেনি রিয়াল।

তবে রিয়াল মাদ্রিদ টিভির সাংবাদিক আরাঞ্চা রদ্রিগেজ জানাচ্ছে কমপক্ষে ২০ দিন মাঠের বাইরে থাকতে হবে রুডিগারকে। আর যদি সেটা হয়, তাহলে লা লিগার দলটিকে সমস্যায় পড়তে হতেই পারে। এমনিতেই চলতি মৌসুমে রক্ষণে বেহাল দশা। এসিএল চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন এদের মিলিতাও, দানি কারভাহালরা। পুরোপুরি ফিট হয়ে এখনো ফেরেননি এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকাডেভিড আলাবাও। ফলে ভঙ্গুর ডিফেন্স নিয়ে আগামী ২১ দিনে রিয়ালকে খেলতে হবে ছয় ম্যাচ।

যেখানে আছে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্লে-অফের নকআউটের দুই লেগ। এছাড়াও রয়েছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগা ডার্বিও। এমন সময়ে রুডিগারের চোট তাই রিয়ালের জন্য বাড়তি চিন্তাই। এক রাউল আসেনসিও বাদে পুরো ফিট সেন্টার ব্যাক নেই রিয়াল স্কোয়াডে। যদিও মিলিতাওয়ের চোটের পর থেকে রুডিগারে সঙ্গে জুটি বেঁধেছেন অহেলিয়া চুয়ামেনি। এবার হয়তো ফরাসি মিডফিল্ডার জুটিতা বাঁধতে হবে আসেনসিওর সঙ্গে।

সংশ্লিষ্ট খবর

Back to top button