অন্তর্বর্তী সরকারবাংলাদেশস্বাস্থ্য
জুলাইয়ে আহতদের জন্য আসা বিদেশি চিকিৎসকদের কর অব্যাহতি দিয়েছে সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা করার জন্য আসা বিদেশি চিকিৎসকদের সব ধরনের কর অব্যাহতি দিয়েছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কর অব্যাহতি দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের দেয়া ফি, হোটেলে থাকার খরচ, খাবারের ব্যয় ও বিমান ভাড়ার অর্থ পরিশোধের ক্ষেত্রে কর অব্যাহতি দিয়েছে সরকার।
এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।