
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরোয়ার ইমরান আসন্ন আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি। হাবিবুল বাশার বলেন, ‘তিনি দলে যোগ দিতে যাচ্ছেন। এখনো কোনো চুক্তি হয়নি, তবে বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত তিনি দলের দায়িত্বে থাকবেন। এই সময়ের মধ্যে নতুন কোচ নিয়োগের সম্ভাবনা নেই।’
ইমরান ২০০০ সালে বাংলাদেশের পুরুষ দলের প্রথম টেস্ট ম্যাচে প্রধান কোচের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সোমবার (১১ ফেব্রুয়ারি) মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে নারী দলের ব্যাটারদের নিয়ে অনুশীলন করতেও দেখা গেছে এই অভিজ্ঞ কোচকে। অনুশীলন চলাকালে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও উপস্থিত ছিলেন।
আগামী মার্চে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশসহ আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এখনো টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।