
ক্যারিয়ারের পেনাল্টি থেকেই পেনাল্টি থেকে গোল করার কাজটা নিখুঁতভাবে করে যাচ্ছেন। ক্রিস্তিয়ানো রোনালদোকে অনেকেই রাখেন ইতিহাসের সেরা পেনাল্টি স্কোরারদের তালিকাতেও। এবার মিলেছে এর দারুণ এক স্বীকৃতি। সম্প্রতি পেশাদার ফুটবলারদের পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ‘’ট্রান্সফারমার্কেট’ প্রকাশ করেছে পেনাল্টি থেকে এই শতকে সর্বোচ্চ গোল করা ফুটবলারদের তালিকা। যেখানে সবার ওপরেই আছে রোনালদোর নাম। পর্তুগাল অধিনায়ক এখন পর্যন্ত পেনাল্টি থেকে করেছেন ১৮২ গোল, যা এই শতকের সর্বোচ্চ।
জাতীয় দল ও ক্লাব মিলিয়ে রোনালদো এখন পর্যন্ত খেলেছেন ১ হাজার ২৬৩ ম্যাচ। করেছেন ৯২৪ গোল। এর মধ্যে স্রেফ পেনাল্টি থেকেই করেছেন ১৮২ টি গোল। সফলতার হিসেবে এটা ৮৫ শতাংশ। বলা যায় আল নাসর তারকা আছেন ধরাছোঁয়ার বাইরেই। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে রোনালদো যেভাবে ছুটছেন, তাতে সম্ভাবনা তৈরি হয়েছে স্পট কিক থেকে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ারও।
রোনালদোর পরের অবস্থানটা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্কের। তার স্পট কিক থেকে গোলের সংখ্যা ১২৩টি। ব্রাজিলিয়ানের নেওয়া পেনাল্টির ৮৩ ভাগই হয়েছে গোল।
তালিকায় তিন নম্বর জায়গাটা লিওনেল মেসির। আর্জেন্টাইন অধিনায়ক এখন পর্যন্ত তার ক্যারিয়ারে গোল করেছেন ৮৫৬টি। যার মধ্যে ১২২টি গোল এসেছে স্পট কিক থেকে। তবে পেনাল্টি থেকে সফলভাবে গোলে রূপান্তর করার দিক থেকে রোনালদো থেকে পিছিয়ে আছেন মেসি। ইন্টায় মায়ামি তারকার নেওয়া পেনাল্টিগুলোর মধ্যে ৭৯ ভাগে জালে পাঠাতে সক্ষম হয়েছেন তিনি।
পেনাল্টি থেকে সফলভাবে গোল করার দিক থেকে রোনালদোর চেয়েও এগিয়ে অবশ্য রবার্ট লেভানডফস্কি। বার্সেলোনা ফরোয়ার্ড এখন পর্যন্ত পেনাল্টি থেকে গোল করেছেন ৯৭টি। তবে তার সফলতার হার ৯০ ভাগ।