fbpx
খেলাধুলাফুটবলবাংলাদেশ

নারী ফুটবলাররা সরে এসেছেন সিদ্ধান্ত থেকে!

বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজন সদস্য প্রধান কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে অভিযোগ তুলে বেঁকে বসেছিলেন। অবশেষে জটিলতা কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর সাবিনা খাতুনসহ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ১৮ ফুটবলার তাদের না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানা গেছে।

সাবিনারা এর আগে জানিয়েছেন, কোচ বাটলারের অধীনে তারা অনুশীলনে যোগ দেবেন না। সেই সিদ্ধান্ত অনুযায়ী এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে ১৫ জানুয়ারি দলের ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দেননি তারা।

তারপর এই ১৮ ফুটবলারকে দলের বাইরে রেখেই ৩৭ ফুটবলারের সাথে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছিলো যে সাবিনাদের ফেরার সুযোগ তারা উন্মুক্ত রেখেছে। এমনকি অনুশীলনে ফিরলে তাদের সঙ্গে পুনরায় চুক্তি করা হবে বলেও বাফুফে থেকে জানানো হয়েছিলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button