
লা লিগায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ওসাসুনার বিপক্ষে ম্যাচের ঘটনায় তাকে এ শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।
দিন তিনেক আগের ঘটনা। লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচে রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহ্যামকে। তাতে ক্ষীপ্ত হয়ে সরাসরি লাল কার্ড দেন ওই ম্যাচের রেফারি মুনুয়েরা মন্টেরো।
পরে জানা যায়, অশ্রাব্য গালির অভিযোগে বেলিংহ্যামকে লাল কার্ড দিয়েছিলেন মন্টেরো। কিন্তু ইংলিশ মিডফিল্ডারের দাবি, গালি দিলেও সেটা রেফারিকে উদ্দেশ্য করে ছিল না।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, ওই ঘটনায় চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন বেলিংহ্যাম। তবে শেষ পর্যন্ত তিনি সর্বনিম্ন শাস্তি পেলেন।
দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় লা লিগায় জিরোনা ও রিয়াল বেতিসের বিপক্ষে ২১ বছর বয়সী এ মিডফিল্ডারকে পাবে না রিয়াল। তবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে থাকবেন তিনি।