অপরাধআইন-বিচারবাংলাদেশ

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা ফাল্গুনী গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সহসভাপতি ফাল্গুনী দাশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার অমর একুশে বইমেলা থেকে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ।

শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর।

ফাল্গুনী দাশকে গ্রেপ্তারের বিষয়ে চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রূমী ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে  বাংলা একাডেমীর বইমেলায়  ফাল্গুনী দাসকে দেখে শাহবাগ থানার ওসি খালিদ মনসুরকে কল দেন কল পেয়ে তিনি এসে ফাল্গুনী দাসকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।’

‘ফাল্গুনী দাস বিশ্ববিদ্যালয়ে অনেক অপকর্মের সাথে জড়িত। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা।’

শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন, ‘গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সহসভাপতি ফাল্গুনী দাশ নামে একজনকে আটক করা হয়েছে। তাকে আজ কোর্টে চালান করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button