
রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ইসকো মাদ্রিদে ৯টি স্বর্ণালী মৌসুম কাটিয়েছেন। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ আর তিনটি লা লিগা। সেই ইসকো এখন রিয়াল বেতিসে। আর ইসকো ম্যাজিকেই লা লিগায় শনিবার (১ মার্চ) বেতিসের কাছে ২-১ গোলে হারল ছন্নছাড়া রিয়াল। মৌসুমের এই পর্যায়ে হারটাকে কার্লো আনচেলোত্তি বললেন, ‘বড় আঘাত’। দ্বিতীয়ার্ধে সাবেক ক্লাবের জালে বল ঠেলে দেন ইসকো। পেনাল্টি থেকে করা তার দ্বিতীয় গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য।
ম্যাচের ১০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো থ্রু পাসে ব্রাহিম দিয়াজের দিকে বল বাড়িয়ে দেন ফেরল্যান্ড মেন্ডি। ঠাণ্ডা মাথায় জালের ঠিকানা খুঁজে নেন দিয়াজ। ৩৪ মিনিটে, জোয়াও কার্ডোসোর দারুণ ফিনিশিংয়ে ১-১ এ সমতায় ফেরে রিয়াল বেটিস। সমতায় শেষ হয় প্রথমার্ধ।
পেনাল্টি গোলের পর উল্লাসটা একটু বেশিই করেছিলেন ইসকো। এজন্য ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন তিনি, ‘গোলের পর ওভাবে উল্লাস করায় রিয়াল সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। রিয়ালের কাছে আমি কৃতজ্ঞ, ওরা সবসময় আমার হৃদয়ে থাকবে।’
ম্যাচজুড়ে বেতিস যেখানে পোস্টে শট নিয়েছিল ১৮টি, সেখানে রিয়াল কেবল ৯টি। এজন্য হতাশা লুকাননি কার্লো আনচেলোত্তি, ‘এটা বাজে একটা ম্যাচ ছিল আমাদের জন্য। আমরা ভালো শুরু করলেও নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছিলাম। ওরা জয়ের যোগ্য দাবিদার। বিরতির আগে ২৭বার বল হারিয়েছি, অনেক বেশি এটা। মৌসুমের এই পর্যায়ে এমন হার অনেক বড় আঘাত।’
দশম মিনিটে এমবাপ্পের থ্রু পাসে ফেরলান্দ মেন্দির পাস থেকে রিয়ালকে এগিয়ে নেন ব্রাহিম দিয়াস। ৩৪তম মিনিটে ইসকোর কর্নার থেকে জোরাল হেডে সমতা ফেরান কার্দোসো। থিবো কোর্তোয়ার হাতে বল লেগে জড়িয়েছিল জালে।
৫৪ মিনিটে ইসকোর পেনাল্টিতে এগিয়ে যায় বেতিস। ডি-বক্সে ঢুকে পড়া স্প্যানিশ মিডফিল্ডার হেসুস রদ্রিগেসকে পেছন থেকে আন্টোনিও রুডিগার ধাক্কা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
কিছুক্ষণ পর ম্যানইউ থেকে ধারে বেতিসে আসা আন্তোনির পাস থেকে পাওয়া বল কুচো হের্নান্দেস বাইরে না মারলে তারা এগিয়ে যেতে পারত ৩-১ গোলে। এই জয়ে ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বেতিস উঠে এল ছয় নম্বরে।



