
অনভিজ্ঞ একটা দল নিয়ে দুবাই গেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। সাবিনা খাতুনসহ সিনিয়র ফুটবলারদের বাইরে রেখে গড়া দলটি আরব আমিরাতের বিপক্ষে যে ভালো ফল আনতে পারবে না সেটা অনুমতিই ছিল। বাস্তবে হয়েছেও তাই। রোববার রাতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা হেরেছে ঠিক প্রথম ম্যাচের মতো ৩-১ গোলে।
দুই ম্যাচে হার, ৬ গোল হজম। ইংলিশ কোচের কচিকাঁচার দল বুঝলো আন্তর্জাতিক ময়দানের লড়াই অনেক কঠিন।
প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়া আফঈদা খন্দকাররা দ্বিতীয়ার্ধে গোল একটা দিলেও হজমও করেছে আরেকটা। দ্বিতীয় ম্যাচে আরেকটু ভালো খেলার প্রত্যাশা ছিল লাল-সবুজ জার্সিধারী মেয়েদের। অনভিজ্ঞ দলের পক্ষে সে প্রত্যাশা পূরণ সম্ভব হয়নি।
বাফুফে কর্মকর্তাদের অদূরদর্শিতায় নারী ফুটবল যে এলোমেলো তার উদাহরণ হয়ে থাকলো এই দুবাই সফর। নতুনদের নিয়ে বড় গলায় প্রত্যাশার কথা শুনিয়েছিলেন পিটার বাটলার, সে প্রত্যাশায় জল ঢেলে বাংলাদেশকে শূন্য হাতে বিদায় দিলো আরব আমিরাতের মেয়েরা।



