
শুরুটা করেছিলেন ওয়েইন রুনিই৷ ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য প্রিমিয়ার লিগ জেতা, এমনটা বলার নাকি সাহসই নেই কোচ রুবেন আমোরিমের। এতে চুপ থাকেননি এই পর্তুগিজ। সাফ জানিয়ে দিলেন, লিগ জেতাই তার দলের লক্ষ্য। তবে এটাও যোগ করেছেন, এই মৌসুমে এমন কিছু বলাটা নির্বুদ্ধিতারই শামিল।
চলতি মৌসুমের শুরু থেকেই ছন্দহীন ইউনাইটেড। এরিক টেন হাগের জায়গায় আমোরিমকে এনেও কাজের কাজ খুব একটা আর হয়নি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। লিগের পয়েন্ট টেবিলে আছে ১৪তম স্থানে। এটিকে কটাক্ষ করেই সম্প্রতি বিবিসির পন্ডিত হিসাবে কাজ করা রুনি বলেছেন, লিগের শিরোপা জেতার কথা বললে আমোরিমকে ‘নির্বোধ’ বলা হবে।
গত রোববার এক সংবাদ সম্মেলনে আমোরিম জবাব দেন রুনির সমালোচনার। “প্রিমিয়ার লিগ জেতাই আমাদের লক্ষ্য। নির্বোধ হওয়া হল এটা বলা যে আমরা এই মৌসুমে এটি করতে যাচ্ছি বা পরের মৌসুমে সেরা হতে যাচ্ছি তা বলা।”
ইউনাইটেডের ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড রুনির ফুটবল ক্যারিয়ার শেষ হয়েছে ত্রিশের শুরুতে। এরপর কোচিং ক্যারিয়ারেরর অবস্থাও খুব একটা সুবিধার নয়। অন্যদিকের সময়ের অন্যতম প্রতিভাবান কোচ আমোরিম মাত্র ৪০ বছর বয়সে সামলাচ্ছেন ইউনাইটেডের দায়িত্ব।
স্বাভাবিকভাবেই তাই রুনির সমালোচনা ভালো লাগেনি আমোরিমের। “আমাদের লক্ষ্য প্রিমিয়ার লিগ জেতা। সম্ভবত এটা আমার সাথে হবে না। তবে আমাদের লক্ষ্য, একটি ক্লাব, বোর্ড হিসেবে আমরা এই ক্লাবের সব দুর্দান্ত ইতিহাস এবং কিংবদন্তিদের নিয়ে অতীতে যেভাবে জিতেছি, সেভাবেই প্রিমিয়ার লিগ জিততে চাই। আমরা আরও ভাল করতে চাই, তবে আমরা একটি কঠিন সময়ে আছি। আর আমি নির্বোধ নই, এই ৪০ বছর বয়সে আমি এখানে আছি, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়েছি।”



