fbpx
আবহাওয়াপরিবেশবাংলাদেশ

দূষণে শীর্ষে ঢাকা: সবচেয়ে দূষিত মিরপুর ইস্টার্ন ইাউজিং ও কল্যাণপুর

ঢাকা আবারও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকে অবস্থান করছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে রাজধানী ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যার স্কোর ১৫৯।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, এ অবস্থানে ঢাকা বিশ্বের সপ্তম দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

সকালে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষিত বাতাস ছিল মিরপুরের ইস্টার্ন হাউজিং ও কল্যাণপুর এলাকায়। যথাক্রমে ২৩২ ও ২১৭ একিউআই স্কোর নিয়ে এই দুটি স্থান ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

এছাড়া ঢাকার অন্যান্য দূষিত এলাকার মধ্যে রয়েছে মার্কিন দূতাবাস এলাকা (১৯৭), গুলশান ২-এর রব ভবন এলাকা (১৯১), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (১৬০), গুলশান লেকপার্ক (১৫৮) এবং পশ্চিম নাখালপাড়া সড়ক (১৫৪)। এসব এলাকাতেও বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে আজ শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। শহরটির একিউআই স্কোর ২৯৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে। তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (১৭৩), উগান্ডার কাম্পালা (১৬৫), মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬৩), পোল্যান্ডের ক্রাকো (১৬০) এবং পাকিস্তানের করাচি (১৫৯)। এসব শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে রয়েছে।

আইকিউএয়ারের নির্ধারিত সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে একিউআই থাকলে বাতাসের মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় পর্যায়ের, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর। ১৫১ থেকে ২০০ হলে বাতাস ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা পরিবেশের জন্য দুর্যোগপূর্ণ ধরা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button