
অনেকটা সময় ধরেই দুই বোর্ডের মধ্যে দারুণ সম্পর্ক বিদ্যমান। ফলে বাংলাদেশ জাতীয় দল গত কয়েক বছর অনেক ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড জাতীয় দলের বিপক্ষে। সেই ধারায় এবার বাংলাদেশ সফরে আসছে দেশটির ‘এ’ দল।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায় বিষয়টি। নিউজিল্যান্ডের যুব দলের আগামী মে মাসের বাংলাদেশ সফরের সূচি অবশ্য প্রকাশ করা হয়নি।
তবে বলা হয়েছে, এই সফরে থাকবে একদিনের ও চারদিনের ম্যাচের সিরিজ। নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রতিপক্ষ কারা থাকবে, সেটা অবশ্য বলা হয়নি।
সফরকে সামনে রেখে স্ট্যান্ডার্ড প্রাক-ট্যুর অনুশীলনের অংশ হিসেবে, নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের দুজন কর্মকর্তা এখন বাংলাদেশে অবস্থান করছেন। দুই দিনের সফরে তারা ম্যাচগুলোর ভেন্যু পরিদর্শন করবেন এবং ম্যাচ আয়োজনের ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা সারবেন।
উল্লেখ্য, চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মুখোমুখি লড়াইয়ে জেতা কিইউরা পরে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।



