
সাধারণত ব্রাহিম দিয়াজকে এমন ক্ষেপাটে উদযাপন করতে দেখা যায় না। তবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ব্যবধান গড়ে দেওয়া গোল করে মরক্কান এই মিডফিল্ডার তেড়ে যান আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের দিকে। দুজনের যে ছিল আলাদা হিসাব-নিকাশ।
ম্যাচের আগে রিয়ালের মিডফিল্ডে কে খেলতে পারেন, সেই সম্ভাবনায় অন্যদের নাম বললেও ব্রাহিমকে সেখানে রাখেননি৷ বলার অপেক্ষা রাখে না, সেটা যেন বাড়তি তাতিয়ে দেয় প্রতিভাবান এই ফুটবলারকে। শুরুর একাদশে জায়গা করে নেওয়ার পর, ৫৫তম মিনিটে তার করা গোলেই ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
সেই গোলের পর সিমিওনেকে উদ্দেশ্য করে ব্রাহিমকে বলতে দেখা যায়,“পারলে এখন কথা বলো, গতকাল খুব তো বলেছিলে। কথা বলো এখন।”
চলতি মৌসুমে ভালো ছন্দে থাকা ব্রাহিমের এটি ষষ্ঠ গোল। চোটের কারণে দানি সেবায়োস ও নিষেধাজ্ঞায় জুড বেলিংহাম ম্যাচটি মিস না করলে নিশ্চিতভাবেই একাদশে জায়গা মিলত না তার। তবে সুযোগ পেয়ে সেটা দুহাতে কাজে লাগানোর পাশাপাশি সিমিওনেকে মোক্ষম জবাব দিতেও ভুল হয়নি তার।
মাদ্রিদ ডার্বিতে এর আগে চোখজুড়ানো এক গোলে শুরুতে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন রদ্রিগো। বিরতির আগে প্রায় সমান মুগ্ধতা জাগানো গোলে সমতা টানেন হুলিয়ান আলভারেজ। এরপর ব্রাহিমের ওই গোল এনে দেয় রিয়ালকে দারুণ এক জয়।



