খেলাধুলাফুটবল

প্রথম লেগের জয়ে বাড়তি স্বস্তি আনচেলত্তির

ম্যাচের আগেই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে এগিয়ে থাকাটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। সেই মোতাবেক শেষ ষোলোর প্রথম লেগে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে তার দল। ম্যাচে কিছু ভালো গোলের সুযোগ নষ্ট করলেও তাই জয়টা বিশেষ প্রাপ্তি মনে হচ্ছে ইতালিয়ান এই কোচের কাছে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত এক গোলে শুরুতেই রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। তবে আতলেতিকোকে প্রায় সমান মুন্সিয়ানার এক গোলে ম্যাচে ফেরান হুলিয়ান আলভারেজ৷ বিরতির পর শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন ব্রাহিম দিয়াজ।

প্রতিপক্ষ আতলেতিকো বলেই এই জয়ে বাড়তি উচ্ছ্বাস আনচেলত্তির কন্ঠে। “এই ম্যাচগুলো সমানে সমান হয়। এটি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচ হলেও সহজেই এটি ফাইনাল বা সেমিফাইনালও হতে পারে। আতলেতিকো ইউরোপের শীর্ষ একটি দল। আর তাই তাদের বিপক্ষে আপনি প্রথম লেগে লড়াই শেষ করার ব্যাপারে চিন্তাও করতে পারবেন না।”

রিয়াল জয় পেলেও এই ম্যাচে গোল মিসের মহড়া দেন দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র। দুজনই নষ্ট করেন ভালো ভালো সুযোগ৷ সেগুলো না হলে রিয়ালের এক গোলের লিড আরও বড় হতেও পারত।

আনচেলত্তি অবশ্য বিষয়টিকে খুব বড় কর দেখতে নারাজ। “প্রথমার্ধে আমরা অনেকগুলি বল হারিয়েছি। আমাদের কিছু অপ্রয়োজনীয় ভুল ছিল, যার খেসারত আমাদের দিতে হয়েছে। তারা হুলিয়ান আলভারেজের গোলে সমগা নিয়ে এসেছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো খেলেছি। আমরা সেটার সুবিধা নিতে পেরেছিলাম এবং ফলও পেয়েছি।”

দ্বিতীয় লেগে জয় তুলে নিলে কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রায় নিশ্চিত প্রতিপক্ষ হতে যাচ্ছে আর্সেনাল। মিকেল আর্তেতার দল নিজেদের ম্যাচে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসভি আইন্দোহোভেনকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button