‘শুধু পাকিস্তান কেন, পারলে চীনের কাশ্মীরও ফিরিয়ে আনুন’

পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর ফিরিয়ে আনা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিতর্কিত মন্তব্যে পাল্টা জবাব দিলেন ভারতশাসিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ফিরিয়ে আনা গিয়েছিল কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি। জয়শঙ্করের উদ্দেশে তিনি বলেন, ‘কাশ্মীর ফিরিয়ে আনতে কে বাধা দিয়েছে? শুধু পাকিস্তানের কাশ্মীর নয়, পারলে চীনের অধীনে থাকা কাশ্মীরের অংশও ফিরিয়ে আনুন।’
শুক্রবার (৭ মার্চ) ও বৃহস্পতিবার (৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস, দ্য হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে লন্ডনে একটি অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাশ্মীর সমস্যার সমাধান অনেকটাই হয়ে গেছে। পাকিস্তান কাশ্মীরের যে অংশ দখল করে রেখেছে তা ফেরত পেলেই সেখানকার সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে।’
ওমর আবদুল্লাহ বলেন, ‘জম্মু-কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের কাছে আছে। এখানকার মানচিত্র দেখলেই দেখা যাবে (কাশ্মীরের) আরেকটা অংশ আছে চীনের দখলে। সেটা নিয়ে কেউ কোনও কথা বলছেন না কেন?’
ওমর আবদুল্লাহ বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন— পাকিস্তানের কাশ্মীর, যেটা জম্মু ও কাশ্মীরের অংশ তা ফিরিয়ে আনবেন। কে তাদের বাধা দিয়েছে? আমরা কী কখনও বলেছি যে তা ফিরিয়ে আনবেন না। আমরা বলছি, যদি আপনারা ওই অংশ ফিরিয়ে আনতে পারেন তাহলে তা ফিরিয়ে আনুন।’



