
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি হবে ১০০ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৪১ কোটি টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার এবং ২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ দল নিয়ে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপ থেকে ২০০ কোটি ডলার তথা আড়াই হাজার কোটি টাকা আয় হতে পারে। এছাড়াও ২০২৮ সাল থেকে মেয়েদের ক্লাব বিশ্বকাপও অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ফিফা।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, টুর্নামেন্ট থেকে আয় হওয়া পুরো অর্থই অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে। ফিফা কোনো অর্থ নিজেদের জন্য রাখবে না। ক্লাবগুলোকে পারফরম্যান্সের ভিত্তিতে প্রাইজমানি দেওয়া হবে এবং প্রতিটি ক্লাবের জন্য প্রাইজমানি নির্ধারিত থাকবে।
ক্লাব বিশ্বকাপে ছয় মহাদেশের যেসব দল অংশ নেবে:
ইউরোপ (উয়েফা) থেকে: ম্যানচেস্টার সিটি, চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট-জার্মেই, জুভেন্টাস ও আটলেটিকো মাদ্রিদ।
দক্ষিণ আমেরিকা (কনমেবল) থেকে: ফ্লামেঙ্গো, পালমেইরাস, রিভার প্লেট ও বোকা জুনিয়র্স।
আফ্রিকা (সিএএফ) থেকে: আল আহলি ও উইদাদ কাসাব্লাঙ্কা।
এশিয়া (এএফসি) থেকে: উরাওয়া রেড ডায়মন্ডস ও আল হিলাল।
ওশেনিয়া (ওএফসি) থেকে: অকল্যান্ড সিটি।
উল্লেখ্য, এবার প্রতিটি দেশের সর্বোচ্চ দুটি করে দল এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে। সে কারণে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও লিভারপুলের মতো ইংলিশ ক্লাবগুলো এই আসরে অংশগ্রহণ করতে পারছে না।



