বাংলাদেশঅপরাধআইন-বিচার

ঘোষণা হলো ‘ধর্ষণবিরোধী মঞ্চ’

আট বছরের শিশু আসিয়া ধর্ষণসহ সম্প্রতি ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৯ মার্চ) প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা আসে। সংবাদমাধ্যমে পাঠানো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর প্রতি সংঘটিত ধর্ষণ নিপীড়ন, নারীবিদ্বেষী ‘মব’ এবং বিচারহীনতার সংস্কৃতির বিরূদ্ধে এই মঞ্চের অবস্থান।

দুই দফা দাবি উত্থাপিত 

এক. অনতিবিলম্বে ধর্ষণবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সকল ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।

দুই. আছিয়ার হত্যাচেষ্টাকারী এবং ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যতদিন পর্যন্ত দাবি বাস্তবায়ন না হচ্ছে, ততদিন পর্যন্ত ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ তাদের কর্মসূচি বহাল রাখবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button