fbpx
খেলাধুলাক্রিকেট

প্রথমবারের মতো স্পেন স্কোয়াডে আসেন্সিও, আধিক্য বার্সা ফুটবলারদের

রিয়াল মাদ্রিদের হয়ে কী দর্দান্ত ফর্মেই আছেন রাউল আসেন্সিও। এদের মিলেতাও, ডেভিড আলাভা, দানি কারভাহালদের চোটে স্প্যানিশ ডিফেন্ডারের সুযোগ মেলে রিয়াল একাদশে। এরপর প্রতিটা ম্যাচেই নিজেকে প্রমাণ করে চলছেন রিয়াল একাডেমির এই ফুটবলার। মনে করিয়ে দিচ্ছেন সার্হিও রামোসকে। এমন ফর্মে থাকার পুরস্কারটাও পেয়েছেন আসেন্সিও, প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পেন জাতীয় দলে।

চলতি মাসের আন্তর্জাতিক বিরতির ম্যাচের জন্য রিয়াল থেকে স্পেন দলে কেবল জায়গা পেয়েছেন এক আসেন্সিওই। দারুণ ছন্দে থাকা মিডফিল্ডার দানি সেবায়োস চোটে পড়ে ছিটকে যাওয়ায় মেলেনি সুযোগ।

অন্যদিকে ২৭ জনের স্কোয়াডে বরাবরের মতো দেখা মিলেছে বার্সেলোনা ফুটবলারদের আধিক্য। সব মিলিয়ে বার্সা থেকে সাতজন ফুটবলারকে দলে ডেকেছেন স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে।

পাও কুবরাসি ও ইনিগো মার্তিনেজকে ডাকা হয়েছে রক্ষণে, মিডফিল্ডে মার্ক কাসাদো, পেদ্রি ও দানি ওলমো পেয়েছেন সুযোগ। আর ফরোয়ার্ডে উড়ন্ত লামিন ইয়ামালের সঙ্গে, রাখা হয়েছে ফেরান তোরেসকে।

আন্তর্জাতিক বিরতিতে স্পেন এবার খেলবে দুই ম্যাচ। ইউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ২১ মার্চ প্রথম লেগ আর দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ২৪   মার্চ।

সংশ্লিষ্ট খবর

Back to top button