
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ব্যাটে-বলে রেখেছেন বড় ভূমিকা। সেই রেশ না কাটতেই আকসার প্যাটেল পেলেন আরও এক সুখবর। আইপিএলের এবারের আসরের জন্য তাকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এর মধ্য দিয়ে এই প্রথমবার স্থায়ীভাবে আইপিএলে অধিনায়কত্ব করার সুযোগ পেলেন আকসার। গত জানুয়ারিতে ভারত জাতীয় দলের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক হওয়াটা অবশ্য বলে দেয়, নেতৃত্ব গুণ রয়েছে তার।
২০১৯ সাল থেকে দিল্লিতে খেলছেন আকসার৷ গত বছর মেগা নিলামের আগে ১৬.৫০ কোটি রুপি দিয়ে তাকে রিটেইন করে ফ্র্যাঞ্চাইজিটি।
আকসার সব ফরম্যাট মিলিয়ে তার রাজ্য দল গুজরাটকে ২৩ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ের সৈয়দ মোশতাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি।
আর আইপিএলে তার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এক ম্যাচের। গত বছর নিয়মিত অধিনায়ক রিশাভ পান্ত এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকলে ওই ম্যাচে তার জায়গায় দায়িত্ব সামলান ৩১ বছর বয়সী আকসার।
দিল্লির বর্তমান দলে আকসারই সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। ছয় বছরে খেলেছেন ৮২টি ম্যাচ। গত বছর ছিলেন দারুণ ছন্দেই। ব্যাট হাতে প্রায় ৩৯ গড়ে ২৩৫ রানের পাশাপাশি বল হাতে মাত্র ৭.৬৫ ইকোনমি রেটে নেন ১১ উইকেট।
নতুন দায়িত্বে আকসার দলে পাবেন আইপিএলের অভিজ্ঞ দুই অধিনায়ক লোকেশ রাহুল ও ফাফ দু প্লেসিসকে। এছাড়াও তার দলে আরও আছেন আন্তর্জাতিক ক্রিকেটের তারকা পেসার মিচেল স্টার্ক।
আইপিএলের বর্তমানে খেলা আটটি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি, পাঞ্জাব কিংস এবং রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুই তিনটি দল, যারা কখনও আইপিএলে শিরোপা জেতেনি। দিল্লি গত বছর সাতটি ম্যাচ জিতে আসর শেষ করে ষষ্ঠ স্থানে থেকে।
আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন আসর।