fbpx
খেলাধুলাফুটবল

চোটে পড়ে ছিটকে গেলেন নেইমার, ব্রাজিল দলে ডাক পেলেন এন্দ্রিক

চোট কাটিয়ে প্রায় দেড় বছরের লম্বা বিরতির পর ব্রাজিল স্কোয়াডে ফিরেছিলেন নেইমার। অবশ্য সেই সুখ বেশি দিন কপালে জোটেনি নেইমারের। ম্যাচের সপ্তাহ খানেক আগে আরও একবার চোটের হানায় ছিটকে গেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। শেষ মুহূর্তে তাই তার জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্দ্রিক ফেলিপেকে।

Andrik 3
ব্রাজিলের তরুণ বিস্ময় এন্ড্রিক ফিলিপে

সান্তোসের হয়ে শেষ ম্যাচটায় নেইমারকে দেখা যায়নি। যদিও তখন চোট টা খুব একটা গুরতর মনে না হলেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছে তাকে। তাতে দরিভাল জুনিয়র নেইমারের বদলি হিসেবে বেছে নিয়েছেন এন্দ্রিককে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড শেষ আন্তর্জাতিক বিরতিতে ছিলেন না দলে, তবে নেইমারের চোটে আবারও তার জন্য খুলেছে জাতীয় দলের দরজা।

অবশ্য শুধু নেইমারই না চোটে পড়ে ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার দানিলো ও গোলকিপার এদেরসন। এই দুজনের জায়গায় দরিভাল দলে ডেকেছেন অ্যালেক্স সান্দ্রো ও লুকাস পেরিকে।

আগামী ২১ মার্চ ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে, আর ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button